শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ার সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, হামলায় একটি জ্বালানি ট্যাঙ্ক ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সিরীয় বিদ্রোহী সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকালের ওই হামলার লক্ষ্যস্থল অস্ত্রাগারটিতে ইরানের সরবরাহ করা অস্ত্র মজুদ করা হতো বলে জানিয়েছে স্থানীয় এক গোয়েন্দা সূত্র। ইরানের বাণিজ্যিক ও সামরিক পরিবহন বিমানগুলো নিয়মিতভাবে এই গুদামের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রের চালান নিয়ে আসে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি। এ দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ সরাসরি হামলা চালানোর দায় স্বীকার করেনি, তবে হামলাটি তাদের ‘নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসরায়েল কাতজ। এর আগেও বেশ কয়েকবার হিজবুল্লাহকে পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে সিরিয়ায় বিমান চালিয়েছে ইসরায়েল। বিবিসি।

সর্বশেষ খবর