শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

জনপ্রিয়তা কমছে মাক্রনের

ফ্রান্সের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মধ্যপন্থি তরুণ ইমানুয়েল মাক্রনের জনপ্রিয়তা দিন দিন কমছে। তা সত্ত্বেও ৭ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোট গ্রহণ সামনে রেখে প্রতিদ্বন্দ্বী মারিন ল্য পাঁর চেয়ে তিনিই  এগিয়ে আছেন। জরিপকারী প্রতিষ্ঠান ‘অপিনিয়নওয়ে’র গতকাল প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে আসে। এতে দেখা যায়, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫৯ শতাংশ উদীয়মান মাক্রনকে ভোট দেবেন। আর ৪১ শতাংশ ডানপন্থি মারিন ল্য পাঁকে ভোট দেবেন বলে জানিয়েছেন। রাশিয়া টুডে।

কুলভূষণকে হত্যার শঙ্কা

কুলভূষণ যাদবের (৪৬)স ঙ্গে কেন ভারতীয় প্রতিনিধি দলকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। তাদের আশঙ্কা, কুলভূষণকে হত্যা করেছে পাকিস্তান। গত বছরের ৩ মার্চ পাকিস্তানের বেলুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের অভিযোগ, কুলভূষণ ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর গুপ্তচর। গুপ্তচরবৃত্তি ও নাশকতায় উসকানি দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর