সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অবরোধ মোকাবিলায় আইনি পদক্ষেপ

সৌদি জোটের আলটিমেটাম প্রত্যাখ্যান কাতারের, সমঝোতার প্রস্তাব

সৌদি জোটের আলটিমেটাম প্রত্যাখ্যান কাতারের, সমঝোতার প্রস্তাব

কাতারের পররাষ্ট্রমন্ত্রী

অবরোধ ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে কাতারকে ১৩টি দাবি-দাওয়া দিয়ে যে সময়সীমা দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট তা প্রত্যাখ্যান করেছে দেশটি। আর সৌদি আরবের দেওয়া ওই আলটিমেটাম গতকালই শেষ হয়েছে। দাবি-দাওয়া মানতে অস্বীকৃতির প্রেক্ষাপটে ওই জোটের কোনো ধরনের পাল্টা ব্যবস্থায় দেশটি ভয়ও পায় না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আরব বিশ্বের অবরোধকে আইনিভাবে লড়াইয়েরও ঘোষণা দেওয়া হয়েছে কাতারের পক্ষ থেকে। এ জন্য দেশটি সুইজারল্যান্ডের প্রখ্যাত আইনি প্রতিষ্ঠান ‘ল্যালিভ ল’ ফার্মকে নিয়োগ দিয়েছে। এ ছাড়া আরব বিশ্বের দাবি অনুযায়ী, নিজেদের ভূখণ্ডে তুরস্কের সেনাঘাঁটি ও আল জাজিরা চ্যানেল বন্ধ করা হবে না বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। দাবি-দাওয়াকে তিনি কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে ফের এর নিন্দা জানিয়েছেন। গত পরশু ইতালির রাজধানী রোম সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স কাতারি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর দিয়েছে। গত ৫ জুন আরব বিশ্বের সৌদি আরব, বাহরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ ৬টি দেশ কাতারের সঙ্গে আচমকা কূটনৈতিক সম্পর্ক ও সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে। সন্ত্রাসবাদে অর্থায়ন ও অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় দেশগুলো। পরে ২২ জুন সম্পর্ক স্বাভাবিক করতে ১৩টি দাবি-দাওয়া দিয়ে দেশটির প্রতি ১০ দিনের আলটিমেটাম ছুড়ে দেয় দেশগুলো। গতকাল সেই আলটিমেটাম বাস্তবায়নের শেষ দিন ছিল। রয়টার্স পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানির বরাতে জানায়, ‘চারটি আরব দেশের দাবি-দাওয়ার তালিকাটি প্রত্যাখ্যাত হওয়ার জন্যই তৈরি করা হয়েছে। এটি গ্রহণ করা হবে না বা এ নিয়ে কোনো ধরনের সমঝোতাও হবে না।’ বিদ্যমান সংকটের সমাধান এবং আরব বিশ্বের কোনো দেশের যদি কাতারের নীতির প্রতি অসন্তুষ্টি থাকে তাহলে তা আলটিমেটাম দিয়ে নয় বরং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলেও জানান তিনি। কাতারি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘আমরা বিশ্বাস করি যে এই বিশ্ব আন্তর্জাতিক আইনেই পরিচালিত হয়। তবে এ আইনে বড় রাষ্ট্রগুলোর ছোট রাষ্ট্রগুলোকে হুমকি প্রদানের কোনো সুযোগ দেওয়া হয়নি। কোনো সার্বভৌম রাষ্ট্রের প্রতি আলটিমেটাম দেওয়ার অধিকার কারও নেই।’ বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, কাতারি পররাষ্ট্রমন্ত্রী রোম সফরের দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনজেলিনো আলফানোর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইতালির পররাষ্ট্রমন্ত্রী সংকট সমাধানে কুয়েতের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে, সৌদি জোটের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে কাতার। এজন্য দেশটির পক্ষ থেকে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ‘ল্যালিভ’ ল’ ফার্মকে নিয়োগ করা হয়েছে। কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ল্যালিভকে নিয়োগ করা হয়। এ লক্ষ্যে শনিবার জেনেভায় উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই অবরোধে আক্রান্ত দেশে-বিদেশে বসবাসরত প্রায় আড়াই হাজার কাতারি ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের হয়ে মামলা লড়বে ল্যালিভ। এ চুক্তির মাধ্যমে ল ফার্মটিকে সে অধিকার দেওয়া হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ট্রাইব্যুনালে এসব মামলা পরিচালনা করবে ফার্মটি। পরে সে অনুযায়ী ক্ষতিপূরণও দাবি করা হবে। এ বিষয়ে ল্যালিভের আইনজীবী ভিজো হিসকেনান বলেন, ‘সৌদি জোটের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয়। আর কোনো ধরনের রাজনৈতিক অভিযোগের কারণে নাগরিক বা বেসরকারি প্রতিষ্ঠানের ওপর অবরোধ করা যায় না।’ রয়টার্স, আল জাজিরা

সর্বশেষ খবর