সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৯

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল একাধিক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১২ জন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় তিনজন সন্দেহভাজন গাড়িবোমা হামলাকারী শহরের মধ্যে ঢোকার চেষ্টা করে। পুলিশ সেসময় তাদের ধাওয়া করে দুটি গাড়ি থামাতে সক্ষম হয় কিন্তু তৃতীয় গাড়িটির চালক তাহরির স্কোয়ারে প্রবেশ করে। যখন পুলিশ তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে তখন সে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। দেশটি ছয় বছর ধরে গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। রাজধানী দামেস্কের অনেক এলাকা এখনো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে রমজান মাস  শেষে প্রথম কর্ম দিবসে একটা জনাকীর্ণ এলাকায় হামলাকারীদের হামলার লক্ষ্যস্থল ছিল। স্থানীয় একজন বাসিন্দা এএফপিকে বলেছেন, তারা প্রচণ্ড গুলির শব্দ এবং বিস্ফোরণের শব্দ শুনতে পায়, এতে করে আশপাশের বাড়ির কাচ ভেঙে যায়। গত মার্চে ধারাবাহিক কয়েকটি আত্মঘাতী হামলার পর এটিই দামেস্কে চালানো এ ধরনের বৃহত্তম হামলা বলে জানিয়েছে রয়টার্স। এখনো পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেছে, তাহরির স্কয়ারের রাস্তায় ধ্বংসাবশেষ ও বেশ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি পড়ে আছে। গত ছয় বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। বিবিসি।

সর্বশেষ খবর