সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
গরুর মাংস বহনে হত্যা

ঝাড়খন্ডে বিজেপি নেতাসহ গ্রেফতার ২

এক মুসলিম মাংস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে ভারতের ঝাড়খন্ড রাজ্যের স্থানীয় এক বিজেপি নেতাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আরেক ব্যক্তি স্থানীয় আদালতে আত্মসমর্পণ করেছেন। কিশোর কৌশাল নামে রামগড়ের এক পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার আটক দুই ব্যক্তি হলেন বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতো ও সন্তোষ সিং। ছোটু রানা নামে আরেক অভিযুক্ত রামগড় আদালতে আত্মসমর্পণ করেছেন।

রামগড়ের হাজারিবাগ এলাকার বাসিন্দা গরু ব্যবসায়ী আলিমুদ্দিনকে (সে আসগর আনসারি নামেও পরিচিত, বয়স ৪০), গত বৃহস্পতিবার জনতা পিটিয়ে হত্যা করে। নিজ গাড়িতে করে গরুর মাংস বহন করছেন এ সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার গাড়িটিও ওই জনতা আগুনে পুড়িয়ে দেয়। ভারতের অনেক অঞ্চলে গরু জবাই ও এর মাংস ভক্ষণকে একটি সাধারণ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর