সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলের মাদক সম্রাট আটক

ব্রাজিলের মাদক সম্রাট আটক

শুধু ল্যাটিন আমেরিকা নয়, গোটা ইউরোপেও তিনি আতঙ্ক। প্রায় ৩০ বছর ধরে তিনি পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে বেড়ান। অবশেষে গত পরশু ব্রাজিলের পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার নাম লুইজ কার্লোস দা রোচা। তিনি বিশ্বে মাফিয়া ডন বা মাদক সম্রাট হিসেবে পরিচিত। তিনি এতটাই ধূর্ত যে, শুধু প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে তিনি এতদিন পুলিশের চোখ ফাঁকি দিতে পেরেছেন। লুইজ কার্লোস দা রোচা নামে ওই ব্যক্তির ডাকনাম ছিল ‘হোয়াইট হেড’। পুলিশ বলছে, দক্ষিণ আমেরিকার কোকেনের যে বিশাল সাম্রাজ্য- সেটার নিয়ন্ত্রণকারী বা ডন ছিলেন তিনি। ব্রাজিল পুলিশ এক বিবৃতিতে বলেছে, শনিবার তাকে গ্রেফতার করা হয়। তারা বলছে, তিনি এমনই একজন অপরাধী যে, বুদ্ধিমত্তা এবং ছায়ার মধ্যে বসবাস করতেন। রোচা বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে যেমন নিজের চেহারা বদল করেছেন তেমনি একাধিক নাম রয়েছে তার। সবশেষ ভিটর লুইজ নামে তার পরিচিতি ছিল। বিবিসি

সর্বশেষ খবর