সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সেই যুদ্ধজাহাজ বিক্রি হতে পারে লোহা হিসেবে

সেই যুদ্ধজাহাজ বিক্রি হতে পারে লোহা হিসেবে

দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে দেশটির কর্তৃপক্ষ। দুর্ঘটনায় এটির এতো ক্ষতি হয়েছে যে এটিকে আর আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত একে হয়ত পুরানো লোহা-লক্কড়ের দরে বিক্রি করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসের ১৭ তারিখ এটি জাপানের ইয়োকোসুকা বন্দর থেকে ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে দুর্ঘটনায় পড়ে। ফিলিপাইনের পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ এটির মাঝখানে আঘাত হানে। এতে সাত নৌসেনা নিহত হয় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটির কাঠামো। দুর্ঘটনায় যুদ্ধজাহাজের এসপিওয়াই-১ রাডার ব্যবস্থা একদিকে হেলে পড়েছে। ব্যাপক খরচের কারণে এটি আদৌ মেরামত করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।  এ ছাড়া জাহাজের প্রধান প্রকৌশল এলাকা এবং বেতার কক্ষ সাগরের নোনা পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে কোটি কোটি ডলারের স্পর্শকাতার যন্ত্রপাতি। জাহাজকে ভাসিয়ে রেখে বন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার নিয়ে সংশয় দেখা দিয়েছে। মেরামত করা সম্ভব হলেও জাহাজটি পুনরায় পানিতে নামতে অন্তত এক বছর লেগে যাবে।

সর্বশেষ খবর