সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

রাজকীয় সিল ফেরত

রাজকীয় সিল ফেরত

প্রাচীন যুগের কচ্ছপ আকৃতির দুটি রাজকীয় সিল দক্ষিণ কোরিয়াকে ফেরত দিল যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ওয়াশিংটন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট মুন জা ইনের কাছে হোয়াইট হাউস সিল দুটি হস্তান্তর করে। চোসান বংশের এই শিল্পকর্ম দুটির দাম সম্মিলিতভাবে ১.৫ মিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৫০ সালের কোরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ওই দুটি সিল দক্ষিণ কোরিয়া থেকে চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হয়। এগুলো ষোলশ ও সতেরশ শতাব্দীতে তৈরি। সিল দুটি নিয়ে গতকালই প্রেসিডেন্ট মুনের দেশে ফেরার কথা রয়েছে। চলতি বছরের আগস্ট থেকে এগুলো জনগণের দর্শনের জন্য উন্মুক্ত করা হবে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর