শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

একজন প্রণব মুখার্জি ও রাইসিনা হিলস

কলকাতা প্রতিনিধি


একজন প্রণব মুখার্জি ও রাইসিনা হিলস

২০১২ সালের ২৫ জুলাই ভারতের ১৩তম রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন প্রণব মুখার্জি। এর পর গত পাঁচ বছর ধরে দেশটির সংবিধান প্রধান হিসেবে রাইসিনা হিলসে কাটিয়েছেন একমাত্র বাঙালি রাষ্ট্রপতি।

উজ্জ্বল রাজনৈতিক কর্মজীবন। কী ছিলেন না ভারতের রাজনীতিতে। সবচেয়ে বড় দল কংগ্রেসের নীতিনির্ধারক। সামলিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। ২০১২ সালে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ)। জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) মনোনীত প্রার্থী পূর্ণ অ্যাজিটটক সাংমাকে হারিয়ে রাষ্ট্রপতি হন প্রণব। রাষ্ট্রপতি থাকাকালীন প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বজায় রেখেছেন এই প্রেসিডেন্ট। এই পদে থাকাকালীন দুটি সরকারের সঙ্গে সম্মানের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আজীবন জাতীয় কংগ্রেসের সদস্য থাকলেও রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষভাবেই কংগ্রসের সঙ্গে সদ্ভাব রেখে কাজ করে গেছেন। এরপর ২০১৪ সালের মে মাসে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরও সেই সম্পর্কে চিড় ধরেনি, এনডিএ সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে গেছেন ভারতীয় রাজনীতির ‘চাণক্য’। সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের মধ্যে যে মতের অমিল হয়নি তা নয়। অতি সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে রাষ্ট্রপতি জানান বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মধ্যে মতের অমিল থাকলেও সেটা তাদের নিজেদের মধ্যেই রেখেছিলেন, বাইরে প্রকাশ করতে দেননি। আর সেই কারণেই একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বেড়ে গিয়েছিল। সম্পর্কও মজবুত হয়েছিল। তবে মোদি সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করলেও এটা ভাবার কোনো কারণ নেই যে রাষ্ট্রপতি তার নিজস্ব অভিমত প্রকাশ করেননি। দেশজুড়ে অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হওয়ার পর বিভিন্ন সময়ে জাতীয় ঐক্য ও একতা বজায় রাখার আবেদন জানিয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনটি জিনিস মেনে চলতেন প্রণব-সংবিধান নীতি মেনে চলা, ভারতের ধর্মীয় স্বাধীনতা ও বৈচিত্র্যের গুরুত্ব এবং গণমাধ্যমের মুক্ত স্বাধীনতার গুরুত্বের অনুধাবন করা। নিজের বক্তব্যে বারবারই এই বিষয়গুলো তুলে ধরেছিলেন তিনি। প্রণব মুখার্জি নিজেকে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি কখনোই ‘রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি’ ছিলেন না।

 

সর্বশেষ খবর