মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তিব্বতে তাজা গুলির মহড়া চালাল চীন

সিকিমে অচলাবস্থা

চীনের সেনাবাহিনী তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে বড় ধরনের তাজা গুলির মহড়া (লাইভ ফায়ার এক্সারসাইজ) চালিয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমস গতকাল এক প্রতিবেদনে এ কথা জানায়। তবে এই মহড়া কবে হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে রাষ্ট্রনিয়ন্ত্রিত চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) গত শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।গ্লোবাল টাইমস জানায়, পিপলস লিবারেশন আর্মি পিএলএ’র তিব্বত মিলিটারি কমান্ডের একটি ব্রিগেড মহড়াটি চালিয়েছে। ব্রিগেডটি চীনের প্লাটো মাউন্টেনের দুটি ব্রিগেডের একটি। সিকিম সেক্টরের দোকলাম এলাকায় বিতর্কিত একটি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থান ঘিরে চীন ও ভারতের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে এ অচলাবস্থা চলছে। দোকলাম থেকে ভারতীয় সেনাবাহিনীকে অবিলম্বে সরে যাওয়ারও দাবি জানিয়েছে চীন। এর মাঝেই চীনের সেনাবাহিনীর তরফে তিব্বতে লাইভ ফায়ার মহড়ার খবর বের হলো। এতে স্বভাবতই ওই উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাজা গুলির ওই মহড়ায় যুদ্ধের অনেক দিক নিয়েই চর্চা করেছে চীনের সেনাবাহিনীর তিব্বত কমান্ডের সদস্যরা। এর মধ্যে ছিল যুদ্ধক্ষেত্রে দ্রুত সেনাসদস্যদের পাঠানো এবং যৌথ আক্রমণে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের একসঙ্গে কাজ করার মহড়া। অনলাইনে প্রকাশিত মহড়ার ভিডিও পোস্টে দেখা যায়, আর্টিলারি কভারেজের জন্য সেনাসদস্যরা ট্যাংকবিধ্বংসী গ্রেনেড ও বাঙ্কারবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ভিডিওতে আরও দেখা যায়, টার্গেটকে ধ্বংস করার জন্য মহড়ায় শত্রুপক্ষের বিমান শনাক্তকারী রাডার ইউনিট এবং সেনারা বিমানবিধ্বংসী আর্টিলারি ব্যবহার করছে। মহড়াটি প্রায় এগার ঘণ্টা স্থায়ী হয়। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর