মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কুলভূষণের প্রাণভিক্ষার আবেদন খারিজ

পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক অফিসার কুলভূষণ যাদবের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সেনা আদালত। এখন কুলভূষণের সামনে আর মাত্র একটা রাস্তাই খোলা আছে, তা হলো তার মৃত্যুদণ্ডের বিষয়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সিদ্ধান্ত।  কুলভূষণের বিরুদ্ধে কী কী ‘সাক্ষ্যপ্রমাণ’ রয়েছে, পাকিস্তানি সেনাপ্রধান তা খতিয়ে দেখছেন। দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এ কথা জানিয়েছে। গত মাসে জেনারেল বাজওয়ার কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন কুলভূষণ। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র হয়ে গুপ্তচরগিরি ও পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে যাদবকে গত ১০ এপ্রিল মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি সামরিক আদালত। কুলভূষণের বিচার প্রক্রিয়ায় কনসুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে দাবি করে গত ৮ মে এ রায়ের বিরুদ্ধে আইসিজের কাছে আবেদন করে ভারত। পরে আইসিজে কুলভূষণকে দেওয়া পাকিস্তানের রায় সাময়িক স্থগিত করে দেয়।  টাইমস নাউ

সর্বশেষ খবর