মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
জাতিসংঘের প্রতিবেদন

৮০ হাজার রোহিঙ্গা শিশু অনাহারে

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে রোহিঙ্গারা শোচনীয় অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে। বিশেষ করে শিশুদের অবস্থা খুবই খারাপ। সেখানকার কমপক্ষে ৮০ হাজার শিশু অনাহারে দিন কাটাচ্ছে। এদের বেশিরভাগই মারাত্মক অপুষ্টিতে ভুগছে। অনূর্ধ্ব পাঁচ বছরের এসব শিশুর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন বলেও জানিয়েছে বিশ্ব সংস্থা। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি আজ (সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে শোচনীয় পরিস্থিতি রয়েছে এসব শিশু এবং আগামী ১২ মাসের মধ্যে ৮০ হাজার ৫০০ শিশুকে মারাত্মক অপুষ্টি থেকে রক্ষার জন্য চিকিৎসা দিতে হবে। দেশটির প্রায় ৩৮ হাজার পরিবার অনাহার এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানানো হয়।

সর্বশেষ খবর