মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সন্ত্রাস মোকাবিলায় সেনাকে পাশে চায় অস্ট্রেলিয়া

সন্ত্রাসী বা জঙ্গি হামলার হুমকি এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ হুমকি থেকে রক্ষা পেতে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছে অস্ট্রেলিয়া। এ জন্য প্রয়োজনীয় আইন তৈরির কাজও শুরু করেছে দেশটি। সেনাবাহিনীকে সন্ত্রাস দমনের কাজে ব্যবহারের জন্য তাদের নতুন করে ক্ষমতা দেওয়া হবে। সন্ত্রাসবিরোধী এক রিভিউতে জাতীয় নিরাপত্তাবিষয়ক আইনে এ পরিবর্তনের কথা প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, হুমকি মোকাবিলা করতে গিয়ে পুলিশের যখনই প্রয়োজন হবে তখনই তারা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সকে (এডিএফ) ডাকতে পারবে। ২০১৪ সালে সিডনিতে একটি জিম্মি দশায় পুলিশের ভূমিকার সমালোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, সন্ত্রাস নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাই তিনি পুলিশ বাহিনী এবং এডিএফের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে চান। বিবিসি

সর্বশেষ খবর