বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইয়েমেন যুদ্ধের সমাধান খুঁজছে সৌদি আরব

ইয়েমেনে সামরিক আগ্রাসনের দুবছর পর এখন এ যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাইছে সৌদি আরব। প্রয়োজনে এ ব্যাপারে চিরশত্রু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়ও আপত্তি নেই রিয়াদের। সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের এক মাস আগে দুই মার্কিন কর্মকর্তার কাছে এমন অবস্থানের কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি গ্লোবাল লিকস নামের একটি গ্রুপের ফাঁসকৃত ইমেইলে ওঠে এসেছে এসব তথ্য। ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের ২৬ মার্চ  দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। মিডল ইস্ট আই।

সর্বশেষ খবর