বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নানগাগোয়া হচ্ছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট, শুক্রবার শপথ

নানগাগোয়া হচ্ছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট, শুক্রবার শপথ

ইমারসন নানগাগোয়া। ছিলেন জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট। এ মাসের শুরুতে প্রেসিডেন্ট বরার্ট মুগাবে তাকে বহিষ্কার করেন। এর পরেই দেশটিতে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। শুধু ওই সিদ্ধান্তের কারণেই ৩৭ বছর ক্ষমতায় থাকা মুগাবে সবকিছুই হারালেন। আর সেই বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট নানগাগোয়াই হচ্ছেন নতুন প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন আগামীকাল। এ লক্ষ্যে গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে তিনি দেশে ফিরেছেন। দেশটির রাষ্ট্রীয় টিভি জেডবিসি গতকাল এ কথা জানিয়েছে। রবার্ট মুগাবে মঙ্গলবার আকস্মিকভাবে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুদেন্ডার কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের কথা জানান। পরে স্পিকার পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে মুগাবের চিঠি পড়ে শোনান। মুগাবেকে ক্ষমতাচ্যুত করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির উদ্যোগে পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়ার মাঝেই তার পদত্যাগের এ ঘোষণা আসে। মুগাবের পদত্যাগের খবরে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দেশজুড়ে রাস্তায় নেমে উল্লাস করেছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর ভিতর জোরালো সমর্থনধারী নানগাগোয়াকে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্তের বিষয়টিকে ভালোভাবে নেয়নি সেনাবাহিনী। এরপরই সেনাবাহিনীর দৃশ্যত ক্যু মঞ্চায়ন, মুগাবে ও তার স্ত্রী গ্রেসকে গৃহবন্দী করে রাখা সর্বোপরি দেশটিতে রাজনৈতিক সংকটের শুরু হয়। বরখাস্ত হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট নানগাগোয়া জীবনের ভয়ে পার্শ্ববর্তী দেশ দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান। মঙ্গলবার মুগাবের পদত্যাগের খবর আসার পরপরই এক বিবৃতিতে দেশ পুনর্গঠনে জিম্বাবুয়ের আপামর জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নানগাগোয়া। একত্রে জিম্বাবুয়ের সব নাগরিকের জন্য নতুন শুরুর এবং শান্তি ও ঐক্য নিয়ে আসার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। রাজনৈতিক ধূর্ততার কারণে নানগাগোয়া ‘কুমির’ (ক্রোকোডাইল) ডাকনামেই বেশি পরিচিত। এদিকে, ক্ষমতাসীন জানু-পিএফ দলের একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নানগাগোয়াই মুগাবের মেয়াদের বাকি সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর