বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দিল ইরান

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরান। গতকাল দেশটির পার্লামেন্টে এ বিষয়ে একটি বিল পাস হয়েছে। বিলটিতে ২৯০ জন এমপির মধ্যে ২০৭ জন পক্ষে ভোট দিয়েছেন। পার্লামেন্টে দেওয়া ভাষণে স্পিকার আলি লারিজানি এ বিলকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এদিকে জাপান ঘোষণা দিয়েছে, তারা তেলআবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবে না। মঙ্গলবার জর্দান সফরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো এ কথা বলেন। আইসিএএনএ।

সর্বশেষ খবর