শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফের রক্তাক্ত কাবুল

আত্মঘাতী বোমায় নিহত ৪১

ফের রক্তাক্ত কাবুল

একদিকে জঙ্গি হামলা, অন্যদিকে প্রাণ বাঁচাতে সাধারণ মানুষের ছোটাছুটি। গতকাল কাবুলে ছিল এই দৃশ্য —এএফপি।

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছে। গতকাল সকালে হামলাকারীরা বার্তা সংস্থা ‘আফগান ভয়েস অব এজেন্সি’ এবং শিয়াদের সংগঠন ‘তেবিয়ান সাংস্কৃতিক কেন্দ্রকে’ লক্ষ্য করে পরপর তিনটি বিস্ফোরণ ঘটায়।

প্রাপ্ত খবর অনুযায়ী, বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ হামলার দায় স্বীকার করে সুন্নি ইসলামী জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সংবাদ সূত্রগুলো জানায়, সকালে আফগান ভয়েস এবং তেবিয়ান সেন্টারের কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরিত হয়। ওয়ান টিভি নিউজকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এটি আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভবত একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে। হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধৃত করে টোলো নিউজ জানায়, অ্যাক্টিভিস্টরা তেবিয়ান কালচারাল সেন্টারে একটি বৈঠকের জন্য শতাধিক ব্যক্তি জড়ো হয়েছিল। তখন এক আত্মঘাতী হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। আফগান কর্তৃপক্ষের দাবি, একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আফগান ভয়েসের প্রবেশ পথেও একটি বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর বিস্ফোরণে ঘটনাস্থল কেঁপে ওঠে। আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, ‘তেবিয়ান কালচারাল সেন্টারটি হামলার লক্ষ্যবস্তু ছিল। আফগানিস্তানে সোভিয়েত অভিযানের ৩৮তম বার্ষিকী পালনের জন্য সেখানে এক অনুষ্ঠান চলার সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা  গেছে, প্রচণ্ড বিস্ফোরণে পার্শ্ববর্তী আফগান ভয়েসের ভবন ভেঙে পড়েছে। কাবুলের ইসতিকলাল হাসপাতালের প্রধান সাব্বির নাসিব জানান, আহত ব্যক্তিদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের স্থানে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান বেজায়ি জানান, প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর ভবনের ভিতরে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণে তার নিজের মুখমণ্ডলও দগ্ধ হয়েছে। আফগান ভয়েস এজেন্সির সাংবাদিক সৈয়দ আব্বাস হুসেনি জানান, বিস্ফোরণে তাদের একজন সহকর্মী নিহত এবং একজন আহত হয়েছেন। রাতে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিন মাজরো এএফপিকে জানান, আমরা সর্বশেষ পরিসংখ্যান দেখে জেনেছি ৪১ জন মানুষ নিহত হয়েছেন এবং ৮৪ জন আহত হয়েছেন। আফগান জার্নালিস্টস সেফটি কমিটি (এজেএসসি) এ হামলার নিন্দা জানিয়েছে। টুইটারে এজেএসসি জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য তাদের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, আফগান তালেবানের পক্ষ থেকে হামলার দায় অস্বীকার করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবিসি, রয়টার, আল জাজিরা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর