শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৬৮

ইয়েমেনে কেবল এক দিনেই সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৬৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে আটটি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। দেশটির আল হুদাইদাহ ও তাইজ প্রদেশে মঙ্গলবার দুটি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দশ দিনে ইয়েমেনজুড়ে সৌদি জোটের বিমান হামলায় বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়ক গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন নয়টি দেশের একটি জোট ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। এতে কয়েক হাজার বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। এ ছাড়া দেশটির জনসংখ্যার ৮০ ভাগের বেশি খাবার, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও জ্বালানির ঘাটতিতে রয়েছে বলে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস জানিয়েছে। জাতিসংঘের ওই বিবৃতিতে বলা হয়, তাইজ প্রদেশের আতাজিয়াহ ডিস্ট্রিক্টের আল হাইমা এলাকার এক লোকারণ্য জনপ্রিয় মার্কেটে বিমান হামলায় ৮ শিশুসহ ৫৪ বেসামরিক নাগরিক নিহত হয়। এ ছাড়া ছয় শিশুসহ আরও ৩২ জন আহত হন। একই দিন আল হুদাইদাহ প্রদেশের আতোহাইতা ডিস্ট্রিক্টে এক   ফার্মে পৃথক এক হামলায় আরও ১৪ জন নিহত হন। রাশিয়া টুডে।

 

 

সর্বশেষ খবর