শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দেশের সংবিধান হুমকিরমুখে : রাহুল গান্ধী

কলকাতা প্রতিনিধি

বিজেপির আমলে ভারতের সংবিধান হুমকির মুখে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের ১৩৩তম প্রতিষ্ঠা দিবসে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রের শাসকদল বিজেপিকে তোপ দেগে রাহুল বলেন, ‘আজ এটা দেখে খুবই কষ্ট হচ্ছে, যে সংবিধান আমাদের দেশের ভিত্তি, তা হুমকির মুখে পড়েছে। বিজেপির সিনিয়র নেতার একটি মন্তব্য সংবিধানকে সরাসরি ও পেছন থেকে হামলার নামান্তর।’ উল্লেখ্য, গত রবিবার সংবিধান নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী অনন্তকুমার হেগড়ে। ওইদিন কর্ণাটকে একটি অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিজেপি দেশের সংবিধান সংশোধন করবে এবং সংবিধান থেকে ‘সেকুলার’ শব্দটি বাদ দেবে। হেগড়ের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি’কে এদিন নিশানা করেন রাহুল।

সর্বশেষ খবর