শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জার্মানিতে নারী জঙ্গি নেটওয়ার্ক

জার্মানির গোয়েন্দারা দাবি করেছে, তারা দেশটির সবচেয়ে জনবহুল রাজ্যে নারী জঙ্গিদের একটি নেটওয়ার্কের সন্ধান পেয়েছে। প্রায় ৪০ জন নারী এই নেটওয়ার্কের সদস্য বলে জানা গেছে। নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের কর্মকর্তা বুর্খার্ড ফ্রায়ার জানান, ওই নেটওয়ার্ক সালাফি মতবাদের কঠোর অনুসারী। সালাফি এ সব শিক্ষার মধ্যে আছে, কীভাবে সন্তান পালন করতে হবে, ইসলামের নিয়মকানুন কীভাবে ব্যাখ্যা করতে হবে এবং তথাকথিত ‘অবিশ্বাসীদের’ বিরুদ্ধে কীভাবে ঘৃণা ছড়াতে হবে। এ ছাড়া নেটওয়ার্কের সদস্যরা ইন্টারনেটে সালাফি মতবাদের প্রচার ও প্রসারে সক্রিয়ভাবে জড়িত বলে জানান ফ্রায়ার। তিনি বলেন, সালাফিদের সঙ্গে সন্ত্রাসীদের মিলিয়ে ফেলা ঠিক না হলেও এটা ঠিক যে, সাম্প্রতিক সময়ে ইউরোপের প্রত্যেক জিহাদি সালাফি মতবাদের অনুসারী ছিলেন।

 

সর্বশেষ খবর