শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এভারেস্ট মাপার প্রকল্পে ভারত বাদ

এক যুগ পর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হচ্ছে। সেটি মাপতে নেপালের সঙ্গে মিলে ফের প্রস্তাব রেখেছিল ভারত। কিন্তু এই প্রস্তাবে সাড়া দেয়নি নেপাল। বরং গোটা সমীক্ষাটা তারা একাই সারতে চাইছে। অবশ্য এ বিষয়ে ভারত ও চীন উভয় দেশ থেকেই প্রয়োজনীয় তথ্য সাহায্য নিতে চায় কাঠমান্ডু। ২০১৯ সালে ওই কাজ শুরু হবে। ছয় দশকের বেশি সময় আগে অর্থাৎ ১৯৫৬ সালে মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিল ভারত। ১৯৭৫ এবং ২০০৫ সালে এককভাবে এভারেস্টের উচ্চতা মাপে চীনও।

 

সর্বশেষ খবর