মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্লাস্টিক হুমকিতে সামুদ্রিক প্রাণী

প্লাস্টিক হুমকিতে সামুদ্রিক প্রাণী

ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক সমুদ্রে তিমি মাছ, হাঙ্গর, রে মাছসহ অন্যান্য প্রাণীর ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলছে। কারণ প্লাস্টিক জলজ প্রাণীর খাবার বা প্লাঙ্কটন সৃষ্টিতে বাধার সৃষ্টি করে। আর প্লাঙ্কটনের মতো ক্ষুদ্র আকারের উপাদান খাওয়ার সময় তারা মাইক্রোপ্লাস্টিকও গিলে ফেলছে। এক হিসেবে ধারণা করা হচ্ছে, কোনো কোনো তিমি মাছ হয়তো প্রতিদিন প্লাস্টিকের শত শত টুকরাও গলাধঃকরণ করছে। বিজ্ঞানীরা বলছেন, এসব সামুদ্রিক প্রাণীর শরীরে মাইক্রোপ্লাস্টিক চলে যাওয়ার কারণে তাদের শরীরের পুষ্টি কমে যাচ্ছে এবং একই সঙ্গে তাদের খাবার খাওয়া ও হজম করার প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করছে। বিজ্ঞানীরা বলছেন, মাইক্রোপ্লাস্টিকের দূষণ তাদের আরও বেশি বিপন্ন করে তুলছে। এর প্রভাব আরও খতিয়ে দেখতে বিজ্ঞানীরা চারটি এলাকার ওপর জোর দিচ্ছেন সেগুলো হচ্ছে— মেক্সিকো উপসাগর, ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর এবং কোরাল ট্রায়াঙ্গাল। বিবিসি বাংলা।

 

সর্বশেষ খবর