মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খুলেছে রিয়াদের সেই পাঁচ তারকা হোটেল

খুলেছে রিয়াদের সেই পাঁচ তারকা হোটেল

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া দুইশোর বেশি প্রিন্স, মন্ত্রী এবং ব্যবসায়ীদের কয়েদখানা হিসেবে ব্যবহার হওয়া রিৎস-কার্লটন হোটেল অবশেষে খুলেছে। গত নভেম্বর থেকে রিয়াদে এই পাঁচতারা হোটেলটিতে অতিথি রাখা বন্ধ করে দেওয়া হয়। সেখানে বন্দি করে রাখা হয় দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি থেকে করে প্রথম সারির একাধিক ব্যক্তিকে।

দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে গত মাসে জানানো হয়, রাজপুত্রসহ প্রভাবশালী গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে অর্থনৈতিক দণ্ডের রফা করেছে সরকার। হোটেলটির কর্মকর্তা কর্মচারীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অতিথিদের জন্য হোটেলটি খুলে দেওয়া হয়েছে। তবে জানুয়ারি মাস পর্যন্ত হোটেলটিতে কোনো অতিথি রাখা হয়নি। চলতি মাস থেকে সেখানে অতিথি থাকছে। সৌদি আরবের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, রিৎস-কার্লটন হোটেলে এখনো ৫৬ জন বন্দী আছেন। যদিও দেশটির কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, রিৎস-কার্লটন হোটেলের বাকি বন্দীদের কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর