মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মার্কিন খবরদারি থামাতে মস্কো সফরে আব্বাস

মার্কিন খবরদারি থামাতে মস্কো সফরে আব্বাস

মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থার অবসানে ভূমিকা রাখতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ আশাবাদ নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়া সফরে গেছেন। এ সফরে তিনি পুতিনকে ফিলিস্তিন-ইসরায়েল কথিত শান্তি আলোচনায় মার্কিন আধিপত্য নস্যাৎ করতে রাশিয়ার পক্ষ থেকে বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানাবেন। ফিলিস্তিনের কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে বলে আসছেন, ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে আমেরিকা পক্ষপাতপূর্ণ অবস্থান নিয়েছে। তবে ভবিষ্যৎ আলোচনায় এর অবসান হতে হবে। ফিলিস্তিন কর্তৃপক্ষ আরও বলছেন, ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ কথিত শান্তি আলোচনায় প্রেডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়াসহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে চান। মার্কিন সরকারের ইসরায়েলপন্থি অবস্থানের কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।

 

সর্বশেষ খবর