বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের ‘ড্রিমার’ বাতিলের বিরুদ্ধে আবার আদালত

যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোর আদালতের পর এবার ‘ড্রিমার প্রকল্প’ বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটির বিরুদ্ধে রুল জারি করেছে ব্রুকলিনের আদালত। মঙ্গলবার বিচারপতি নিকোলাস গারোফিসের জারি করা রুলে বলা হয়, রিপাবলিকান প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী মার্চে ‘ড্রিমার কর্মসূচি’ বাতিল করা যাবে না। 

শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দিতে ‘ড্রিমার’ কর্মসূচি ঘোষণা করেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে চেয়েছিল ওবামা প্রশাসন। এ কর্মসূচির দাফতরিক নাম ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ)। বিবিসি, রয়টার্স।

সর্বশেষ খবর