শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে একের পর এক নৃশংসতা

যুক্তরাষ্ট্রে একের পর এক নৃশংসতা

গত পরশু ভালোবাসা দিবসের দিনেও ফ্লোরিডায় একটি স্কুলে বহিষ্কৃত এক ছাত্র হত্যাযজ্ঞ চালিয়েছে। তাতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় বড় ধরনের গুলিবর্ষণের ঘটনাগুলো নিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদন থেকে গত পাঁচ বছরের ঘটনাগুলো তুলে ধরা হলো। ২৩ জানুয়ারি, ২০১৮ : বেনটনের মার্শাল কাউন্টি হাইস্কুলে ১৫ বছর বয়সী এক ছাত্র পিস্তল দিয়ে গুলি করে তার দুই সহপাঠীকে হত্যা করে। ৭ ডিসেম্বর, ২০১৭ : নিউ মেক্সিকোর আজটেকে এক যুবক স্কুলছাত্রের ছদ্মবেশে ঢুকে দুই শিক্ষার্থীকে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যা করে। ১ অক্টোবর, ২০১৫ : অরেগনে আম্পকুয়া কমিউনিটি কলেজে ক্যাম্পাসে পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে এক ব্যক্তি গুলি করে নয়জনকে হত্যা করে। ২৪ অক্টোবর, ২০১৪ : ওয়াশিংটনের ম্যারিসভিল-পিলচাক হাইস্কুলের ক্যাফেটেরিয়ায় এক নবীন শিক্ষার্থী আত্মহত্যা করার আগে গুলি চালিয়ে চারজনকে গুরুতর আহত করে। ৭ জুন, ২০১৩ : ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় এক শিক্ষার্থী বাবা ও ভাইকে গুলি করে আহত করার পর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর সান্তা মনিকা কলেজে গিয়ে তিনজনকে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যা করে। ১৪ ডিসেম্বর, ২০১২ : কানেকটিকাটায় এক ব্যক্তি মায়ের ওপর গুলি চালানোর পর আত্মহত্যার আগে স্যান্ডি হুক এলিমেন্টরি স্কুলে ঢুকে ২০টি শিশুসহ ২৬ জনকে গুলি করে হত্যা করে। ২ এপ্রিল, ২০১২ : ক্যালিফোর্নিয়ায় সাবেক এক নার্সিং  শিক্ষার্থী ওইকস বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান খ্রিস্টান কলেজে  ৭ জনকে হত্যা ও তিনজনকে জখম করে।

সর্বশেষ খবর