শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
দেউবার পদত্যাগ

নেপালের নতুন প্রধানমন্ত্রী ওলি

নেপালের নতুন প্রধানমন্ত্রী ওলি

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দেউবা আট মাস দায়িত্ব পালন করলেন। তার তত্ত্বাবধানে ও নতুন সংবিধানের অধীনে মাস দুয়েক আগে দেশটির একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে কমিউনিস্ট জোট যুগান্তকারী বিজয় পায়। গতকাল দেউবার পদত্যাগের পর প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলিকে নিয়োগ দিয়েছেন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে একটি গণতান্ত্রিক কাঠামোতে নিয়ে আসতেই নতুন সংবিধানটি প্রণীত হয়। মাওবাদী বিদ্রোহীদের তৎপরতা বন্ধে করা চুক্তির অংশ হিসেবে গত ১১ বছর আগে নতুন সংবিধানের কাজ শুরু হয়। কিন্তু বিভিন্ন দলের মধ্যে মতানৈক্যের কারণে এ কাজে বিলম্ব ঘটে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

সর্বশেষ খবর