শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছয়জনে একজন শিশু যুদ্ধের কবলে

মধ্য প্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার অনেক দেশ আজ যুদ্ধ কবলিত। আর এতে সব চেয়ে ভয়াবহ সমস্যায় পড়েছে শিশুরা। বিশ্বে এখন প্রতি ছয়জন শিশুর একজন যুদ্ধ কবলের আওতায়। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে এ পরিসংখ্যান উঠে এসেছে।

প্রতিবেদনে সিরিয়া, আফগানিস্তান এবং সোমালিয়াকে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।  প্রতিবেদনে বলা হয়, ৩৫ কোটি ৭০ লাখেরও বেশি শিশু সংঘাতকবলিত এলাকায় বসবাস করে; যা ১৯৯৫ সালের চেয়ে ৭৫ শতাংশ বেশি। ১৯৯৫ সালে এ সংখ্যা ছিল ২০ কোটি। মধ্যপ্রাচ্যের শিশুদেরকে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ এলাকায় থাকতে হয়। আফ্রিকাকে এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। সেখানে প্রতি ৫ জনে একজন শিশু যুদ্ধ এলাকায় থাকে। ঝুঁকিতে থাকা শিশুদের মধ্যে প্রায় সাড়ে ১৬ কোটিকে ‘চরম’ সংঘাতপূর্ণ এলাকার শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘চরম সহিংসতা’ হিসেবে জাতিসংঘ যে ছয়টি ঝুঁকির কথা চিহ্নিত করেছে তার সবগুলো ঝুঁকিতেই রয়েছে এসব শিশু। এএফপি

সর্বশেষ খবর