শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চন্দ্রীয় নববর্ষ

চন্দ্রীয় নববর্ষ

আজ থেকে শুরু হচ্ছে চন্দ্রীয় নববর্ষ (এটি চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভাল নামেও পরিচিত)। এবারের নতুন বছরটি কুকুরবর্ষ হিসেবে পালন করছে চীনারা। মালয়েশিয়াতেও নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন করেছে চীনা বংশোদ্ভুতরা। চীনাদের মাঝে বদ্ধমূল বিশ্বাস আছে, কুকুরবর্ষে (প্রতি ১২ বছর অন্তর অন্তর এই বছর ফিরে আসে) জন্মগ্রহণকারীরা সাধারণত কম ভাগ্যবান হন। তবে লাল রঙের মাধ্যমে তারা এ বর্ষের অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে পারেন। দিবসটি উদযাপনে কুয়ালালামপুরের একটি মন্দির লাল রঙের প্রদীপ দিয়ে সজ্জিত করা হয়েছে —এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর