শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বব্যাপী সংকটে মানবাধিকার

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন

বিশ্বব্যাপী সংকটে মানবাধিকার

অতিমাত্রায় রাজনীতি করতে গিয়ে নেতারা মানুষের মধ্যে বিদ্বেষের বীজ ছড়াচ্ছেন। আর এতে আক্রান্ত হচ্ছে মানবাধিকার। এভাবে চলতে থাকলে বিশ্বযুদ্ধকালীন ইতিহাস ফিরে আসবে। সতর্ক করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর সংস্থাটি এক্ষেত্রে সরাসরি আক্রমণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সংস্থাটি বলছে, ট্রাম্প মানবাধিকারের জন্য হুমকি। তিনি ‘বিদ্বেষমূলক’ রাজনীতি করেন বলে নিজেদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ ওই মানবাধিকার সংস্থা। গতকাল সংস্থাটির ২০১৬-২০১৭ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বিদ্বেষমূলক রাজনীতি করেন। তার পদক্ষেপে দেশে ও দেশের বাইরে মানবাধিকার লঙ্ঘিত হয়।’ প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে মানবাধিকার হুমকির মুখে। অধিকাংশ দেশেই তা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না। তাদের বক্তব্য, রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রপ্রধানরা জনসংযোগ তৈরি করতে এবং ভোটে জেতার জন্য সস্তা রাজনীতি করছেন। জনগণকে উত্তেজিত করতে তাঁরা ‘মিথ্যা বত্তব্য’ দিচ্ছেন, যা আসলে মানুষের মধ্যে বিভেদ আরও বৃদ্ধি করছে। প্রতিবেদনে ট্রাম্প সম্পর্কে বলা হয়, ভোটের আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত ট্রাম্প মার্কিন জনগণের মধ্যে বিদ্বেষের আগুন জ্বালিয়েছেন। তবে শুধু আমেরিকা নয়, অন্যান্য দেশের কথাও প্রতিবেদনে বলা হয়েছে। মিসর, রাশিয়া, চীন, ফিলিপাইন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পকে এক তালিকায় রেখেছে অ্যামনেস্টি। সংস্থাটির প্রধান সালিল শেটি জানান, ‘বিশ্ব রাজনীতিতে এখন প্রচুর বিদ্বেষ। খুব অল্পসংখ্যক সরকারই মানবাধিকারের পক্ষে লড়াই করে।’ তিনি আরও বলেন, আবদুল ফাত্তাহ আল-সিসি, রদ্রিগো দুয়ের্তে, নিকোলাস মাদুরো, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে। অ্যামনেস্টি  মনে করে, বিদ্বেষমূলক রাজনীতি বিশ্বজুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাঙ্গেরি, তুরস্ক এবং মিয়ানমারে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। তুরস্ক সরাসরি হামলা চালিয়েছে সিরিয়ায়, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়াবহ অত্যাচার চালিয়েছে। হাজার হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অ্যামনেস্টি সেসব প্রসঙ্গই এনেছে তাদের রিপোর্টে। শুধু তাই নয়, রিপোর্টে পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে, গত এক বছরে মানবাধিকার কর্মীদের ওপর আক্রমণ আগের চেয়ে অনেক বেড়েছে। শুধু গত বছরেই ৩১২ জন মানবাধিকার কর্মী পৃথিবীর বিভিন্ন দেশে নিহত হয়েছেন। আক্রমণ বাড়ছে সাংবাদিকদের ওপরও। এ সবকিছুর জন্যই ‘পপুলার রাজনীতি’ বা বিদ্বেষমূলক রাজনীতিকে দায়ী করা হচ্ছে। ৪০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি বিশ্বের ১৫৯টি দেশের তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়। বিবিসি

সর্বশেষ খবর