শিরোনাম
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ার ঘুটায় হামলা চলছেই

সিরিয়ার ঘুটায় হামলা চলছেই

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ পূর্ব ঘুটায় সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গতকাল এলাকাটিতে পঞ্চম দিনের মতো জঙ্গিবিমান থেকে বোমা হামলা হয়েছে। গত রবিবার থেকে লাগাতার এ হামলায় নিহত হয়েছে ৩০০-এরও বেশি মানুষ। যার মধ্যে প্রায় ১০০ শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। রাশিয়া এবং সিরিয়ার যুদ্ধবিমানগুলো হাসপাতালসহ অন্যান্য বেসামরিক লক্ষ্যস্থরগুলোতেও হামলা চালাচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষক গ্রুপসহ ত্রাণ সংগঠনগুলো। পূর্ব ঘুটার সবচেয়ে বড় শহর দৌমার অধিবাসীরা আবাসিক এলাকাগুলোতে বিমান থেকে বোমা হামলার পর ঘন কালো ধোঁয়া উড়তে দেখার কথা জানিয়েছে। সাকাবা ও অন্যান্য শহরগুলোতে ধ্বংসস্তূপের নিচে মৃতদেহের খোঁজ চলছে। ত্রাণকর্মী ও স্থানীয় অধিবাসীরা বলেছে, দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে বাজার এলাকা এবং চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর ব্যারেল বোমা ও বিস্ফোরক ভর্তি তেলের ড্রাম ফেলা হচ্ছে। রাশিয়ার যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে তারা। বিবিসি।

সর্বশেষ খবর