শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের নামই ব্যবসার বাধা বললেন ট্রাম্প জুনিয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র  এখন ভারতের কলকাতা শহরে। পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসার তদারকিতে ভারত সফর করছেন তিনি। তবে কলকাতায় এসে গত পরশু তিনি মন্তব্য করেছেন, তার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর তাদের ব্যবসার আর রমরমা অবস্থাটি নেই। এর প্রধান কারণ হিসেবে তিনি বলেন ট্রাম্প নামটিই। বিলাসবহুল আবাসন-হোটেল তৈরি করা সংস্থা ট্রাম্প করপোরেশন এখন দেখাশুনা করছেন ট্রাম্প জুনিয়র। মঙ্গলবার কলকাতায় পা দিয়েই কলকাতা ট্রাম্প টাওয়ারের অ্যাপার্টমেন্ট ক্রেতাদের সঙ্গে ডিনার সেরেছেন।

পরদিন তিনি ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন। এদিন জুনিয়র ট্রাম্প বলেছেন, বাবার সুবাদে কোনো বাড়তি সুবিধা তাদের নেই বরং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকার বাইরে ব্যবসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিনি আরও বলেছেন, আগে প্রায় ১২ থেকে ১৫টি ব্যবসায়িক প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সবগুলো বাস্তবায়িত করা যায়নি। অবশ্য কলকাতা তাকে যে আতিথিয়তা দিয়েছে তাতে তিনি উচ্ছ্বাসিত। কলকাতার সায়েন্স সিটির পেছনে তৈরি হচ্ছে সুবিশাল ট্রাম্প টাওয়ার। প্রায় ৬০০ কোটি রুপির বিনিয়োগে এই প্রকল্প গড়ে উঠছে। ইতিমধ্যেই ৭৫ শতাংশ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বুকিং করা শেষ হয়ে গেছে। আড়াই থেকে সাড়ে তিন হাজার বর্গফুটের এক একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে বেশ কয়েক কোটি রুপিতে। কলকাতা ছাড়াও মুম্বাই, গুরুগ্রাম ও পুনেতে ট্রাম্প টাওয়ার প্রকল্প কাজ শুরু করেছে।

সর্বশেষ খবর