শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হামলার মুখে পূর্ব ঘুটা ছাড়ছে হাজারো মানুষ

সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলার মুখে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর পূর্ব ঘুটা ছেড়ে যাচ্ছেন হাজার হাজার বেসামরিক নাগরিক। আল জাজিরা বলছে, গত সাত বছর ধরে চলা দেশটিতে গৃহযুদ্ধে গতকাল একদিনেই সর্বোচ্চ সংখ্যক মানুষ কোনো শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৮ ফেব্রুয়ারি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি পূর্ব ঘুটায় বিমান হামলা শুরু করে রুশ সমর্থিত আসাদ বাহিনী। এখন পর্যন্ত বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১ হাজার ২৫০ নাগরিক নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সকালে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে আনুমানিক দুই হাজার বেসামরিক লোক বেরিয়ে গেছেন। প্রকাশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ১২ থেকে ১৩ হাজার  বেসামরিক নাগরিক পূর্ব দামাস্কাসের শহরটি ছেড়ে পালিয়েছে।

সর্বশেষ খবর