রবিবার, ১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অনুপ্রবেশকারীদের এক স্থানে আবদ্ধ রাখার নির্দেশ ভারতে

কলকাতা প্রতিনিধি

ভারতে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের বায়োমেট্রিক নিবন্ধন করার পাশাপাশি তাদের একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে রাজ্য সরকারগুলোকে নির্দেশিকা পাঠাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সব রাজ্য সরকারকে পাঠানো সংশোধিত ওই নির্দেশিকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ না থাকলেও দেশটিতে বসবাসকারী ভুয়া ভারতীয় পরিচয়পত্রধারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করার কথা বলা হয়েছে। রাজ্য সরকারগুলোকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর মাধ্যমে তাদের প্রাপ্ত আধার কার্ড পরীক্ষা করে সেসব অনুপ্রবেশকারীকে দেশে ফেরানোর ব্যাপারে দ্রুত প্রক্রিয়া শুরু করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে ‘রাজ্য সরকার ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিতকরণ করতে তারা যেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা এজেন্সিগুলোকে পদক্ষেপ গ্রহণ করতে বলে’। গাইডলাইনে আরও বলা হয়েছে ‘...ওই অবৈধ অনুপ্রবেশকারীদের একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখা, তাদের বায়োগ্রাফিক ও বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করা, তাদের ভুয়া ভারতীয় পরিচয়পত্র বাতিল এবং তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোসহ আইনি প্রক্রিয়া শুরু করা হয়’। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংশোধিত ওই নির্দেশিকায় বাংলাদেশ, আফগানিস্তানসহ অন্য দেশ থেকে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের কথাই বলা হয়েছে।

সর্বশেষ খবর