রবিবার, ১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান শহরে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে দেশটির বিমান বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে হুতি পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছিল, নাজরান শহরে সৌদি ন্যাশনাল গার্ডের ঘাঁটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থাটি দাবি করেছিল, ক্ষেপণাস্ত্রের আঘাতে  সৌদি সেনা ও সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। ২০১৫ সালে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করার পর থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটিতে  বেশ কময়কবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত সপ্তাহে  সৌদি বিমান বাহিনী এক ঝাক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এর ধ্বংসাবশেষের কারণে দেশটির রাজধানী রিয়াদে প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। সৌদি আরব ইরানের বিরুদ্ধে হুতিদের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ ও তাদের প্রশিক্ষণ  দেওয়ার অভিযোগ করে আসছে। তবে ইরান ও হুতিরা এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ খবর