বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারে ঢোকার অনুমোদন পেল জাতিসংঘ প্রতিনিধিদল

শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে সে দেশে যাওয়ার অনুমোদন দিতে রাজি হয়েছে মিয়ানমার সরকার। গতকাল নিরাপত্তা পরিষদ প্রধান পেরুর গুস্তাভো মেজা-কুয়েদ্রা এ তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেন, এই সফরে প্রতিনিধি দলটি রাখাইন প্রদেশ পরিদর্শনের সুযোগ পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তিনি জানান, সফরের বিস্তারিত নিয়ে এখনো কাজ চলছে। রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে কথিত রোহিঙ্গা জঙ্গিদের হামলার পর গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন প্রদেশে ব্যাপক অভিযান শুরু করে। ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। সেনাবাহিনীর ওই নির্মূল অভিযানের পর থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের এ বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমার সফরের কথা থাকলেও এতদিন দেশটির সরকার অনুমোদন দিচ্ছিল না। এএফপি।

সর্বশেষ খবর