শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা

রমজানে গাজাবাসীর জন্য রাফা সীমান্ত খোলা রাখছে মিসর

বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ

রমজান উপলক্ষে অবরুদ্ধ গাজা উপত্যকাসংলগ্ন মিসরের রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেন। এ সীমান্ত বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। প্রতি দু-তিন মাস পর হয়তো কয়েক দিনের জন্য খুলে দেয় মিসর। বিগত কয়েক বছরে এবারই সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সীমান্তটি খুলে দেওয়ার ঘোষণা দিল মিসর। এক টুইট বার্তায় সিসি বলেন, ‘আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি যেন পবিত্র রমজান মাসজুড়ে এ সীমান্ত খোলা থাকে।’ সোমবার গাজা উপত্যকায় ভূমি দিবস উপলক্ষে আন্দোলনরত অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের কাছে থাকলেও এর সীমান্ত তাদের দখলে নেই। রাফা সীমান্ত মিসরের দখলে ও এরেজ সীমান্ত ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। কায়রোয় এক চুক্তির মধ্য দিয়ে এ সীমান্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিল মিসর। ২০১৩ সালে সিনাই উপদ্বীপ অঞ্চলে মিসরীয় বাহিনীর ওপর হামলার পরই এ সীমান্ত বন্ধ করে দেয় মিসর। তাদের অভিযোগ, ফিলিস্তিনিরা এ হামলা চালিয়েছে। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় স্বাস্থ্য ও মৌলিক সেবা থেকে বঞ্চিত ছিল অনেক ফিলিস্তিনি। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনে গাজার মোট সাতটি সীমান্ত রয়েছে। এর মধ্যে ছয়টিই ইসরায়েলের সঙ্গে। রাফা ক্রসিং নামের অন্য সীমান্তটি মিসরের সঙ্গে। ২০০৭ সালে গাজা উপত্যকার আকাশ, স্থল ও জলপথ বন্ধ করে দেয় ইসরায়েল। চাপিয়ে দেয় সর্বাত্মক অবরোধ। এর পর থেকে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগে রাফা ক্রসিংই গাজার একমাত্র সীমান্ত। ২০১৩ সালে মুহাম্মদ মুরসির ব্রাদারহুড সরকারকে উত্খাতের পর এ সীমান্তও বেশির ভাগ সময় বন্ধ থাকে। ইকোনমিস্ট পত্রিকার ১৮ মের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত মাত্র ১২৯ দিন সীমান্তটি খোলা ছিল। এ সীমান্ত গাজাবাসীর অস্তিত্বের প্রশ্নের সঙ্গে জড়িত। চিকিৎসা কিংবা খাদ্য আমদানির মতো বিষয়ও নির্ভরশীল এ সীমান্তের ওপর। রয়টার্স।

সর্বশেষ খবর