শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

তদন্তের রাশ টানতে ট্রাম্পের চাপ

রাশিয়া আঁতাত

ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ের পেছনে রাশিয়ার আঁতাত রয়েছে। আর সেই অভিযোগে চলছে উচ্চপদস্থ তদন্ত। এই তদন্তের বিষয়টি কোনোভাবেই সহজভাবে নিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তিনি মাঝে মাঝেই তার ক্ষোভ উগরে দিচ্চেন। শুধু তাই নয়, এই তদন্ত যেন না হয় এ জন্য তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেসনকে কমপক্ষে চারবার চাপ দিয়েছিলেন। এর মধ্যে তিনবার সরাসরি এবং অন্যবার ফোনে চাপ দেন। এই আলাপ সম্পর্কে অবহিত একাধিক সূত্রের বরাতে অ্যাক্সিওসডটকম এ খবর দিয়েছে। নিউইয়র্ক টাইমস চলতি সপ্তাহে এ রকম একটি আলাপের খবর দেয়। আলাপটি মার্চ ২০১৭ মার-আ-লাগোতে অনুষ্ঠিত হয়েছিল। ওই আলোচনা সম্পর্কে জানা আছে এমন একটি সূত্র অ্যাক্সিওসডটকমের প্রতিবেদক জনাথন সোয়ানকে বলেন, এসব আলাপ গত বছর প্রায় পুরো সময় ধরে চলে। ট্রাম্প সেশনকে বলেন, রাশিয়া তদন্তের লাগাম নিজের হাতে তুলে নেন, তাহলে রক্ষণশীলেরা তাকে (সেসনকে) ‘বীর’ মনে করবেন।

সর্বশেষ খবর