শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে প্রকাশ্যই বলেছেন তিনি দেশটির নেতা কিম জং উনের চিঠির অপেক্ষায় রয়েছেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত চিঠি হোয়াইট হাউসে গেছে। কিমের ‘ডানহাত’ হিসেবে পরিচিত জেনারেল কিম ইয়ং চোলের গতকালই সেই চিঠি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে পৌঁছে দেওয়ার কথা। এদিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি প্রথম বৈঠকেই এ কাজ শেষ করতে চাই। কিন্তু বেশির ভাগ সময় এভাবে চুক্তিতে উপনীত হওয়া যায় না। প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বৈঠকেও একটি চুক্তি না হওয়ার জোর সম্ভাবনা আছে। তবে কিছু কিছু বিষয়ে নিশ্চিয়ই একমত হওয়া যাবে। কিমের আস্থাভাজন জেনারেল কিম নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বুধবার চীন থেকে ওয়াশিংটন পৌঁছয়। সেখানে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন। গতকালই কিমের নেতৃত্বাধীন দলটির হোয়াইট হাউসে যাওয়ার কথা। ২০০০ সালের পর চোলই উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের কোনো নেতা, ?যিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম নজিরবিহীন সম্মেলন হওয়ার কথা রয়েছে। মূলত সেই বৈঠক ঠিক সময়ে হবে কিনা তা নিশ্চিত করতেই উত্তর কোরীয় প্রতিনিধি দলটি আমেরিকা সফর করছে। তার আগে মার্কিন একটি প্রতিনিধি দল পিয়ংইয়ং সফর করে এসেছে। কিমের সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প দেশটিকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে চাপ দিতে চান। তবে তাদের সম্মেলনের আগে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আরও কয়েক দফা আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর কণ্ঠেও এক সুর শোনা গেছে। চোলের সঙ্গে বৈঠকের পর ‘সত্যিকারের অগ্রগতি’ হয়েছে বলার পরিবর্তে তিনি সতর্ক গলায় বলেন, খুব সম্ভবত দ্রুত সমাধান আসবে না।

সর্বশেষ খবর