শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মার্কিন নাগরিকত্ব মিলল ট্রাম্পের শ্বশুর-শাশুড়ির

মার্কিন নাগরিকত্ব মিলল ট্রাম্পের শ্বশুর-শাশুড়ির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই পরিবারের সদস্যদের সূত্রে মার্কিন নাগরিকত্ব দেওয়ার চরম সমালোচনা করে আসছেন। পরিবারের সদস্যদের সূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় ‘চেইন মাইগ্রেশন’। কিন্তু সেই চেইন মাইগ্রেশনের সুযোগ নিজেই নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আওতায় নিজের শ্বশুর-শাশুড়িকে বৃহস্পতিবার মার্কিন নাগরিকত্ব দিলেন। ট্রাম্পের এই আচরণকে দ্বিমুখী আখ্যায়িত করে এর বিস্তর সমালোচনা চলছে গোটা যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের শ্বশুরের নাম ভিক্টর এবং শাশুড়ির নাম আমালিজা নাভস। দুজনের জন্মই স্লোভেনিয়ায়। মেয়ে ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সৌজন্যে পাওয়া গ্রিনকার্ড দিয়ে ভিক্টর ও আমালিজা এতদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।  মেলানিয়া ২০০১ সালে ফ্যাশন মডেল হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। বিবিসি

সর্বশেষ খবর