শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অভিবাসনপ্রত্যাশীর ওপর হামলা, উত্তাল জার্মানি

জার্মানির উত্তরাঞ্চলীয় উইসমার শহরে এক অভিবাসনপ্রত্যাশীর ওপর বর্ণবাদী ও বিদ্বেষমূলক হামলা চালানো হয়েছে। বিদেশিদের বিরুদ্ধে দেশটির কট্টর ডানপন্থিদের বিক্ষোভের মুখে এমন ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে। ইন্টারনেট

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ২০ বছর বয়সের এক যুবকের বাড়ি ফেরার পথে তিন জার্মানভাষী তার ওপর অকারণে হামলে পড়ে। তারা তার গতি রোধ করে। তাকে গালিগালাজ করে। তাদের দুজন তার মুখে এবং অন্যজন তার ঘাড় ও পাঁজরে লোহার চেন দিয়ে আঘাত করে। মেরে মাটিতে ফেলে দেওয়া পর্যন্ত তারা তাকে পেটাতে থাকে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। আঘাতে তার নাকের হাড় ভেঙে ও মুখমণ্ডল ও শরীরের ওপরের অংশ ফুলে গেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

এক সিরীয় ও এক ইরানি ৩৫ বছরের এক জার্মান নাগরিককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করলে তার প্রতিবাদে বাল্টিক তীরবর্তী শহরটিতে বিদেশিদের বিরুদ্ধে ডানপন্থিরা বিক্ষোভ করে আসছে।

সর্বশেষ খবর