শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্থায়ী স্বার্থ রয়েছে’

যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির  চেয়ারম্যান জেনারেল জোসেফ এফ ডানফোর্ড বলেছেন, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্থায়ী স্বার্থ রয়েছে এবং অঞ্চলটিকে প্রভাবিত করার জন্য সেখানে নিজেদের উপস্থিতি বজায় রাখতে চায়। সন্ত্রাস নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে পাকিস্তানে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও। জেনারেল ডানফোর্ড তার সফরসঙ্গী হচ্ছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী  জেমস ম্যাটিস এ কথা জানিয়েছেন। করাচির প্রভাবশালী দৈনিক ডনের এক খবরে বলা হয়, গত মঙ্গলবার বিকালে পেন্টাগনের ব্রিফিংয়ে ম্যাটিস আফগানিস্তানে মার্কিন সেনার পরিবর্তে ভাড়াটে বাহিনী দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব নাকচ করে দেন। জেনারেল ডানফোর্ড, যিনি ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ডানফোর্ড বলেন, ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্থায়ী স্বার্থ রয়েছে এবং ওই অঞ্চলে প্রভাব রাখতে সেখানে নিজেদের উপস্থিতি বজায়’ রাখতে চায়। রয়টার্স

সর্বশেষ খবর