সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে ৩০ কোটি ডলার সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

জঙ্গি দমনে ব্যর্থতা

মার্কিন সামরিক বাহিনী বলছে তারা পাকিস্তানকে ৩০ কোটি ডলার অর্থ সাহায্য দেওয়ার পরিকল্পনা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, জঙ্গি গ্রুপগুলোকে মোকাবিলা করতে ইসলামাবাদ ব্যর্থ হওয়ায় এই অর্থ সাহায্য বাতিল করা হয়েছে। তারা বলছে, জঙ্গি মোকাবিলায় পাকিস্তান কার্যত কোনো ব্যবস্থা নিতে পারেনি। এর আগে পাকিস্তান থেকে আরও ৫০ কোটি ডলারের একটি সাহায্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, শত শত কোটি ডলার অর্থ সাহায্য দেওয়া সত্ত্বেও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করছে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পাকিস্তান সফরের আগে আগে এ ঘোষণা এলো। এর আগে গত জানুয়ারি মাসে পাকিস্তানের জন্য প্রায় সব ধরনের নিরাপত্তা সহায়তা কাটছাঁট করা হবে বলে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। কর্নেল কন ফল্কনের বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এই অর্থ অন্য ‘জরুরি অগ্রাধিকারমূলক’ কাজে ব্যবহার করতে চায়। এই সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসে অনুমোদিত হতে হবে। বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া বিভিন্ন সহায়তার বিষয়ে জানুয়ারি মাসে ঘোষিত বড়সড় কাটছাঁটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মৈত্রী রাষ্ট্র বলা হয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোয় নিজের ভূমিতে পাকিস্তান হাক্কানি নেটওয়ার্ক, আফগান তালেবানসহ জঙ্গি নেটওয়ার্কগুলোর কার্যক্রম পরিচালনা বন্ধ করতে ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। কিন্তু পাকিস্তান সবসময়ই এ অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি

সর্বশেষ খবর