শিরোনাম
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রুশ গুপ্তচর হত্যা চেষ্টায় জড়িত দুই রুশ নাগরিক

যুক্তরাজ্যের সলসবারিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহে দুই রুশ নাগরিকের নাম প্রকাশ করেছে লন্ডন। ওই দুই রুশ নাগরিকের নাম অ্যালেক্সান্দার পেত্রোভ ও রুসলান বশিরভ। তাদের বিরুদ্ধে ‘যথেষ্ট প্রমাণ’ আছে বলে গতকাল জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, ওই দুই নাগরিক রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং তারা ছদ্মনাম ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে। হাউজ অব কমন্সে মে বলেন,  দুই নাগরিক রাশিয়ার জিআরইউ গোয়েন্দা বিভাগের লোক। তাদেরকে আটক করতে ইউরোপজুড়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ দুইজনের ছবিও প্রকাশ করেছে। গত ৪ মার্চ নার্ভ এজেন্ট হামলার শিকার সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে।  বিবিসি

 

সর্বশেষ খবর