শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভারতে বৈধতা পেল সমকামিতা

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

‘সম্মতির ভিত্তিতে সমকামিতা’কে বৈধতা দিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ব্রিটিশ শাসনামলে করা ভারতীয় দণ্ডবিধির বিতর্কিত ৩৭৭ ধারা বাতিল করে গতকাল এক রুটিং দিয়েছে আদালতটি। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছে। এতে বিতর্কিত ওই ধারা বাতিল করে সমকামিতার বৈধতা চেয়ে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-কর্মসূচি পালন করে আসছিলেন তাদের মধ্যে খুশির বন্যা বয়ে গেছে। সমকামিতাকে বৈধতা দিয়ে রুটিং দেওয়ার সময় প্রধান বিচারপতি বিতর্কিত ৩৭৭ ধারাকে ‘অযৌক্তিক, স্বেচ্ছাচারী এবং দুর্বোধ্য’ বলে আখ্যায়িত করেছেন। এ সময় তিনি বলেন, ‘সব কুসংস্কারকে আমাদের বিদায় জানাতে হবে এবং সব নাগরিকের ক্ষমতায়ন করতে হবে।’ ব্যক্তির লিঙ্গকে বায়োলজিক্যাল ঘটনা হিসেবে আখ্যায়িত করে এর ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলেও রুলিংয়ে বলেছেন প্রধান বিচারপতি।

ব্রিটিশ শাসনামলে ১৮৬১ সালে তৈরি করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমকামিতার (একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক) সাজা ছিল কমপক্ষে ১০ বছরের জেল। ভারতে এ ধারায় বিচার খুব একটা না হলেও সমকামী কর্মী এবং এ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, পুলিশ আইনের এ ধারা ব্যবহার করে সমকামী সম্প্রদায়ের (এলজিবিটি) লোকদের হয়রানি ও ভয়ভীতি দেখাতো। এনডিটিভি।

সর্বশেষ খবর