শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পশ্চিম তীরকে দুই ভাগ করতে চায় ইসরায়েল

দখলকৃত পশ্চিম তীরে একটি বেদুইন গ্রাম নিশ্চিহ্ন করে সেখানকার ১৮০ জন ফিলিস্তিনি নাগরিককে জোর করে সরিয়ে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের একটি আদালত। বেদুইন গ্রামটি নিশ্চিহ্ন করার মাধ্যমে পশ্চিম  তীরকে দুই ভাগে ভাগ করে ফেলবে ইসরায়েল। আদালতের সিদ্ধান্তকে তেল আবিব স্বাগত জানালেও মানবাধিকার গ্রুপ এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা  করেছেন। জেরুজালেমের বড় দুই অবৈধ বসতি মালে আদুমিম ও কাফফার আদুমিম এর কয়েক কিলোমিটারের মধ্যে নিশ্চিহ্ন করতে চাওয়া খান আল আহমার গ্রামটি অবস্থিত। ওই দুটি বসতিই সম্প্রসারণ করতে চাইছে ইসরায়েল সরকার।

সর্বশেষ খবর