শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ হচ্ছে?

মুন উ. কোরিয়া সফরে যাচ্ছেন

কোরীয় উপদ্বীপে শান্তি আনতে সাম্প্রতিক উদ্যোগগুলোর কোনো স্পষ্ট ফলাফল এখনো দেখা যাচ্ছে না। দুই কোরিয়ার মধ্যে দু-দুটি শীর্ষ বৈঠক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক শীর্ষ বৈঠক সত্ত্বেও পরমাণুমুক্ত কোরীয় উপদ্বীপের লক্ষ্যমাত্রা অবাস্তব মনে হচ্ছে। এমনই প্রেক্ষাপটে ৩ দিনের সফরে পিয়ংইয়ং যাচ্ছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিনি কিম জং উনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কে আলোচনা করবেন। এর আগে এপ্রিল ও মে মাসে দুই দেশের সীমান্তে দুই নেতার সাক্ষাৎ হয়েছিল। কিম জং উন আসন্ন শীর্ষ সম্মেলন সম্পর্কে আশাবাদী। তিনি বলেন, দুই কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। বুধবার দ. কোরিয়ার এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন। এএফপি

সর্বশেষ খবর