সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার ফিলিস্তিনের হাসপাতালে সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

পূর্ব জেরুজালেমের হাসপাতালে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দকৃত আড়াই কোটি ডলার সহায়তা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের ছয়টি হাসপাতালকে এ আর্থিক সহযোগিতা দেওয়া হতো। এ তহবিল অন্যত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের জন্য মার্কিন সহায়তা পুনর্বিবেচনা করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনকে থামিয়ে দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গাজা ও পশ্চিম তীরে তহবিল বাতিল করে চলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে ফিলিস্তিনিদের জন্য মার্কিন সহায়তা বরাদ্দ করা হচ্ছে কিনা তা পুনর্বিবেচনা করতে এ বছরের শুরুতে নির্দেশ দেন ট্রাম্প। ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা থেকে আগেই ৬৫ মিলিয়ন ডলার বরাদ্দ প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। জুনে ফিলিস্তিনিদের আরেকটি সহযোগিতা বাতিল করা হয়। ২৪ আগস্ট ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জন্য বরাদ্দকৃত আর্থিক সহযোগিতা থেকে ২০ কোটি ডলারের বেশি তহবিল বাতিল করার নির্দেশ দেন ট্রাম্প। সর্বশেষ পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোতে বরাদ্দ বাতিলের ঘোষণা এলো।

সর্বশেষ খবর