মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চীনেও তাণ্ডব চালাল টাইফুন ম্যাংখুত

সুপার টাইফুন ম্যাংখুত ফিলিপিন্সের উত্তরাঞ্চলে তাণ্ডব চালানোর পর হংকং ও প্রতিবেশী ম্যাকাওয়ের মধ্য দিয়ে এগিয়ে চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। এ ঝড়ে চীনের গুয়াংডং প্রদেশে ৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। টাইফুনের পূর্বাভাসের পর রবিবার চীনের গুয়াংডং প্রদেশ ও হাইনান দ্বীপ থেকে প্রায় ২৫ লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিন ম্যাংখুতের প্রভাবে হংকং ও ম্যাকাওয়ের কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর আগে শনিবার সুপার টাইফুন ম্যাংখুত ঘণ্টায় ২০০ কিলোমিটারেরও বেশি বাতাসের বেগ নিয়ে ফিলিপাইনের মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে তাণ্ডব চালায়। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ৫০ জন নিহত হয়।

সর্বশেষ খবর