মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

ভারতের রকেটে চেপে মহাকাশে ব্রিটিশ উপগ্রহ

দুটি ব্রিটিশ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। রবিবার রাত ১০টা ৮ মিনিটে সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে নোভা এসএআর ও এস ১৪ নামের দুটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি) সিরিজের ‘সি৪২’ রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দুটি স্যাটেলাইটকে। দুটি স্যাটেলাইটের মোট ওজন ৮৮৯ কিলোগ্রাম। আর এই উৎক্ষেপণ পুরোটাই বাণিজ্যিক। এই স্যাটেলাইটের সাহায্যে বনজঙ্গল থেকে শুরু করে বন্যা এবং বিপর্যয়ের বিস্তারিত অবস্থা জানা যাবে। এটি নির্মাণ করেছে ব্রিটেনের সংস্থা সারি টেকনলজিস লিমিটেড। এই মিশনটিকে বাস্তবায়নের জন্য ব্রিটেনের সংস্থার সঙ্গে চুক্তি করেছিল ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স করপোরেশন। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর